একরাম হত্যা: তিন পুলিশসহ ৬ জনের সাক্ষ্য

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় তিন পুলিশসহ ছয়জন সাক্ষ্য দিয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 02:58 PM
Updated : 26 Feb 2017, 02:58 PM

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হকের আদালতে গ্রেপ্তার সব আসামির উপস্থিতিতে তারা সাক্ষ্য দেন বলে পিপি হাফেজ আহম্মদ জানান।

এরা হলেন ফেনী মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মেসবা উদ্দিন (বর্তমানে পরিদর্শক সোনাগাজীর আদর্শগ্রাম তদন্ত কেন্দ্র), তৎকালীন এসআই মোবারক হোসেন খাঁন, এসআই আবদুল আজিজ, একরামের গাড়ি চালক আবদুল্লাহ আল মামুন, প্রত্যক্ষদর্শী মোহম্মদ সোহেল ও হত্যাকারীরা ঢাকায় যে বাসায় অবস্থান নিয়েছিল সেই বাসার মালিক মো. হেলাল উদ্দিন।

সাক্ষ্য দেওয়ার সময় কারাবন্দি আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সাক্ষ্যে একরামের গাড়ি চালক আবদুল্লাহ আল মামুন ঘটনার বর্ণনা দেন বলে জানান পিপি।

এ পর্যন্ত মামলার বাদী একরামের বড় ভাই রেজাউল হক জসিম, স্ত্রী তাসমিন আক্তারসহ ২৭ জন সাক্ষ্য দিয়েছে।

এর আগে দুপুরে কারাকর্তৃপক্ষ একরাম হত্যা মামলায় গ্রেপ্তার ৪৫ আসামির মধ্যে ফেনী কারাগারে বন্দি ২৯ ও কুমিল্লা কারাগারে বন্দি তিন জনকে আদালতে হাজির করে।

তাছাড়া জামিনে থাকা ১৩ আসামিও আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় এখনও পলাতক রয়েছেন ১১ আসামি।

২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।