ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শুরু

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর চার দিনব্যাপী উরস শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 06:35 AM
Updated : 18 Feb 2017, 06:35 AM

শনিবার শুরু হওয়া উরসের আখেরি মোনাজাত হবে আগামী মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)।

জাকের পাটির প্রেস সচিব শামিম হায়দার জানান, পীরজাদা খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী নসিয়ত দান করবেন।

বিশ্ব উরস শরীফে যোগ দিতে কয়েক দিন আগে থেকে মুসলমানসহ বিভিন্ন ধর্ম-বর্ণের ভক্তরা আসতে শুরু করেন।

আয়োজকরা জানান, চার দিনের উরসে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষ ভাগে (রাত ৩টা থেকে ফজরের আজানের পূর্বমুহূর্ত পর্যন্ত) মোরাকাবা মোশাহেদা ও জেকের, জোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগীর পরে ওয়াজ অনুষ্ঠিত হবে।

বিশাল এলাকাজুড়ে মূল ভেন্যুতে রয়েছে বহু স্থাপনা ও সামিয়ানা, সুসজ্জিত তোরণ, পবিত্র কুরআন ও হাদীস থেকে নানা উদ্ধৃতি উৎকীর্ণ প্ল্যাকার্ড। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য পৃথক পৃথক স্থান রয়েছে।