কুষ্টিয়ায় ভ্যান চালক হত্যায় ৬ জনের ফাঁসির রায়

কুষ্টিয়ায় পাঁচ বছর আগে এক ভ্যান চালককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 07:08 AM
Updated : 7 Feb 2017, 09:11 AM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান মঙ্গলবার আসামিদের পাঁচজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকার অর্থদণ্ডও দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান। 

সর্বোচ্চ সাজার রায় পাওয়া ছয় আসামি হলেন- সদর উপজেলার জোতপাড়া ও রাতুলপাড়া গ্রামের সাজাদ (৩৬), মাজেদ (৩৯), শুকচাঁদ (৩৪), রাশিদুল (২৮), কালাই ওরফে জলিল মণ্ডল (৪৯) এবং মনছের আলী (৫৪)। তাদের মধ্যো রাশিদুল পলাতক।

অনুপ কুমার জানান, এ মামলার মোট সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলার মধ্যেই আসামি জামিরুলের মৃত্যু হয়।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার জোতপাড়া গ্রামের আব্দুল জলিল মণ্ডলের ছেলে ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক ২০১২ সালের ১০ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হন।

পরদিন কাঞ্চনখালি গ্রামের মাঠে গলা, পেট ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় নিহতের ভাই নূর হক মণ্ডল সাতজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের ৬ নভেম্বর পুলিশ অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।