সিংড়ায় ট্রাকচাপায় ২ আ. লীগ নেতা নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 06:01 AM
Updated : 4 Feb 2017, 06:02 AM

সিংড়া থানার এসআই আকতার হোসেন জানান, শুক্রবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন বকুল (৪০) ও বিলদহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মধু মিয়া (৩৫)।

এসআই আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বকুল ও মধু মোটরসাইকেলে করে সিংড়া থেকে নন্দীগ্রাম যাচ্ছিলেন।

“পথে জোড়ব্রিজ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ নেওয়া হলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামসহ নেতাকর্মীরা লাশ দেখতে আসেন।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্রাকটি ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।