ক্লিনিক মালিক হত্যায় ওয়ার্ডবয়ের মৃত্যুদণ্ড

খুলনায় চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাস হত্যা মামলায় এক ওয়ার্ডবয়কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2017, 09:48 AM
Updated : 31 Jan 2017, 09:48 AM

মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা জজ দিলরুবা সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল ঢালী নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি বীরেন্দ্র নাথ সাহা জানান, নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ডবয় রাসেল ঢালীর সঙ্গে একই ক্লিনিকে কর্মরত এক নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি টের পেয়ে ক্লিনিকের মালিক ডা. গৌরাঙ্গ চন্দ্র দাস তাকে সম্পর্ক এগিয়ে নিতে নিষেধ করেন। এতে রাসেল তার ওপর ক্ষুব্ধ হয়।

“এর জেরে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকাল ৩টার দিকে রাসেল ক্লিনিকের মধ্যে গৌরাঙ্গ দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের স্ত্রী মিতা রানী ভৌমিক ওয়ার্ডবয় রাসেলকে একমাত্র আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা খানজাহান আলী থানার উপ-পরিদর্শক এমরান হোসেন ২০১৫ সালের ২৭ মে আদালতে অভিযোগপত্র দেন।