নওগাঁয় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নওগাঁ সদর ও আত্রাই উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন; আহত হন আরও তিন জন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 10:22 AM
Updated : 14 Jan 2017, 10:22 AM

শনিবার এ দুই দুর্ঘটনায় আহতদের মধ্যে লক্ষ্মণ চন্দ্র (৩৫) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের অনাথ চন্দ্রের ছেলে বিশ্বজিৎ কুমার (২৬), একই গ্রামের আজাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কুলালা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এপু (৩৬)।

স্থানীয়দের বরাত দিয়ে আত্রাই থানার ওসি বদরুদুজ্জো জানান, উপজেলা সদর থেকে সকালে একটি ভটভটি ৭/৮ জন যাত্রী নিয়ে নওগাঁ শহরে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রসুলপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীরের মৃত্যু হয় বলে ওসি জানান।

ওসি জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত লক্ষণ চন্দ্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের নাম জানাতে পারেননি তিনি।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাসছুল আলম জানান, জয়পুরহাটের আক্কেলপুর থেকে এক ভটভটি বাঁশ নিয়ে মহাদেবপুর উপজেলার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে হাঁপানিয়া বাজারে এলে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক এপু ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শামছুল।