বিএনপি-জামায়াতের এজেন্টরা অনৈক্য সৃষ্টি করছে: ইনু

বিএনপি-জামায়াতের এজেন্টরা আওয়ামী লীগ ও জাসদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 11:53 AM
Updated : 13 Jan 2017, 11:53 AM

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবু হত্যা এবং এরপর উপজেলা জাসদের সহ-সভাপতির বাড়ি ও জাসদ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার দুদিন পর ইনু এ মন্তব্য করলেন।  

এ ঘটনায় শুক্রবার মিরপুর উপজেলায় জাসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন ইনু। 

আওয়ামী লীগ ও জাসদের মাঝে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে তারা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করতে চায় বলে মনে করেন এই জাসদ নেতা।

তবে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য বজায় রাখতে জাসদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

যারা ১৪ দল ও আওয়ামী লীগের ভিতরে অনৈক্য সৃষ্টি করে, উস্কানি দেয়, লুটপাট ও দলবাজিতে জড়িত তারা আসলে দেশের শত্রু, শেখ হাসিনার শত্রু ও ঐক্যের শত্রু বলেও মন্তব্য করেন মন্ত্রী।

কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নিতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে জাসদকর্মীদের নির্দেশনাও দেন ইনু।  

জঙ্গি সন্ত্রাসীরা এখনও এদিকওদিক আক্রমণ করছে; বাংলাদেশ এখনও নিরাপদ হয়নি মন্তব্য করে ইনু বলেন, “জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক খালেদা জিয়া আত্মসমর্পণ না করা পর্যন্ত বাংলাদেশ বিপদমুক্ত নয়।”

বর্তমান সরকারের উন্নয়নের প্রসঙ্গ টেনে এই জাসদ নেতা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে বিস্ময়কর উন্নয়নের ধারা চলছে এর মধ্যে যারা অনৈক্য সৃষ্টি করছে, তারা আসলে ‘বিএনপি জামায়াতের এজেন্ট’। 

তাই শত উস্কানির মধ্যেও প্রত্যকটা জাসদকর্মীকে মাথা ঠাণ্ডা রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

মিপুরের হত্যাকাণ্ড ও জাসদ কার্যালয়ে হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “মিরপুর উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতৃত্বের সামনে বিএনপি-জামায়াত থেকে যোগদানকারী আওয়ামী লীগের নব্য কর্মীরা তথা বিএনপি-জামাতের দুস্কৃতিকারীরা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এ আক্রমণ চালিয়েছে।”

এ ঘটনায় যারা জড়িত হয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে বলে জানান তিনি।

এছাড়া লুৎফর রহমানের হত্যাকারীদের পাশাপাশি অগ্নিসংযোগও ভাংচুরের ঘটনায় জড়িতদেরও শাস্তি দাবি করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জেলা জাসদের সভপতি হাজি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত বুধবার মিরপুরে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর উপজেলা জাসদের সহ-সভাপতি আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়ি ও জাসদ কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।