ঝালকাঠিতে স্টিমারের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ ৩

ঝালকাঠিতে স্টিমারের ধাক্কায় ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2017, 06:51 AM
Updated : 6 Jan 2017, 07:10 AM

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এএসআই হালিম মল্লিক জানান।

নিখোঁজ যাত্রীরা হলেন ঝালকাঠি শহরের রাজ্জাক মল্লিক রাজার (৩৫), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও কোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৪৫)। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঘন কুয়াশার মধ্যে সদরের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে ট্রলারটি শহরের পৌর খেয়াঘাটে যাচ্ছিল।

“পথে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টিমার এমভি মধুমতির ধাক্কায় ট্রলারটির ডুবে যায়।”

তিনি বলেন, দুর্ঘটনার পর চলকসহ ট্রলারের আট যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও তিন যাত্রী নিখোঁজ হয়।

নিখোঁজদের উদ্ধারে বেলা সকাল সাড়ে ১২টায় ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করেছে বলে জানান তিনি।

রাজ্জাকের ছোট ভাই শহীদ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজ্জাক ঝালকাঠি শহরে নির্মাণ শ্রমিককের কাজ করেন; সকালে কাজে যাওয়া জন্য সে ওই ট্রলারে ওঠে।

ট্রলারটি ডুবে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।