বাগেরহাটে স্ত্রী হত্যায় পুলিশ সদস্যের যাবজ্জীবন

বাগেরহাটে দেড় বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 11:54 AM
Updated : 3 Jan 2017, 11:54 AM

মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মো. কাওসার আলী শেখ (৪০) বাগেরহাট সদর উপজেলার বেমরতা গ্রামের ইনতাজ উদ্দিন শেখে ছেলে।

একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান, কাওসার পুলিশ কনস্টেবল ছিলেন। স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ১৯৯৬ সালে বেমরতা গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মিনা বেগমের (৪০) সঙ্গে একই গ্রামের কাওসারের বিয়ে হয়। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন কাওসার।

“এর জেরে ২০১৫ সালের ১৩ নভেম্বর মিনা বেগমের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে কাওসার পালিয়ে যায়।”

মোহম্মদ আলী জানান, ওইদিন নিহতের ভাই কামরুজ্জামান বাদী হয়ে কাওসারকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে।

বাগেরহাট মডেল থানার ওই সময়ের তদন্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান ২০১৬ সালের ৩১ জানুয়ারি কাওসারের বিরুদ্ধে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।