সুনামগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, আটক ৮

সুনামগঞ্জ সদর উপজেলায় জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে; ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে আটজনকে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 03:39 AM
Updated : 3 Jan 2017, 03:39 AM

সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে কোরবাননগর ইউনিয়নে মনোহরপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত ফখর উদ্দিন (২৫) ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

ওসি হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোহরপুর গ্রামের একটি জলমহালের দখল নিয়ে আব্দুস সোবহান ও মনফর মিয়ার বিরোধ চলছিল।

“সোমবার রাতে দুই পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে জলমহাল দখল করতে যায়। এ সময় সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের আঘাতে সোবহানের পক্ষের ফখর উদ্দিন মারা যান।”

এছাড়া কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি হারুন।

তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযান চালিয়ে আটজনকে আটকের পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।