শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2017, 06:31 AM
Updated : 1 Jan 2017, 06:32 AM

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রোববার সকাল সাড়ে ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

পদ্মায় কুয়াশা বেড়ে যাওয়ায় শনিবার ভোর ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

গিয়াসউদ্দিন বলেন, ফলে প্রায় ৮০০ যাত্রী ও শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে সাতটি ফেরি। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় ছিল আরও চার শতাধিক যান।

কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হলে আটকা পড়া ফেরিগুলো গন্তব্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।