ঝালকাঠিতে অপহরণের অভিযোগে আটক ৫

ঝালকাঠির নলছিটি উপজেলায় মুক্তিপণের জন্য অপহরণের দুই দিন পর এক তরুণকে উদ্ধার করা হয়েছে; পুলিশ আটক করেছে পাঁচজনকে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2016, 08:49 AM
Updated : 21 Dec 2016, 08:49 AM

নলছিটি থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম সুলতান মাহমুদ জানান, মঙ্গলবার রাতে বাড়ইকরণ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই তরুণকে উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

অপহৃত শহীদুল ইসলাম সুমন (২৭) রাজশাহী জেলার বাঘমারা উপজেলার ধানগাছি গ্রামের আব্দুল হামিদের ছেলে।

গ্রেপ্তার পাঁচজন হলেন - নলছিটি উপজেলার চর বাড়ইকরণ গ্রামের মোবারক আলীর ছেলে মো. সোহেল, নূর ইসলামের ছেলে সোহাগ খান, আব্দুল আজিজের ছেলে মো. সুমন, আসাদুল তালুকদারের ছেলে মাহাফুজ তালুকদার এবং রানাপাশা গ্রামের মনির হোসেনের ছেলে আমিনুল ইসালাম।

তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

পরিদর্শক সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকেলে নলছিটির এক আত্মীয়বাড়ি বেড়াতে যান শহীদুল ইসলাম সুমন। এ সময় ওই পাঁচজন তাকে অপহরণ করে বাড়ইকরণ গ্রামের একটি বাড়িতে আটকে রাখে।

“তারা সুমনের আত্মীয়দের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।”

বিষয়টি সুমনের আত্মীয়রা পুলিশকে জানানোর পর অভিযান চালানো হয় বলে জানান পরিদর্শক সুলতান।

তিনি বলেন, অপহরণকারীদের ফোনকল ট্র্যাক করে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তারসহ সুমনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার সুমন বাদী হয়ে ওই পাঁচজনের নামে থানায় মামলা করেছেন।