লক্ষ্মীপুরে কৃষক হত্যায় ২ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের এক কৃষককে পিটিয়ে হত্যার মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2016, 09:27 AM
Updated : 15 Nov 2016, 09:27 AM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে ২০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্লার ছেলে জয়নাল আবেদীন (৬০) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত‌্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার রায় দিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে আবুল খায়ের পাটোয়ারির ছেলে শামছুল ইসলামকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় পাটোয়ারির বড় ভাই সাহাব উদ্দিন লক্ষ্মীপুর সদর থানায় পাঁচজনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ১৯৯৭ সালের ১ মার্চ লক্ষ্মীপুর সদর থানার এসআই সামায়ুন কবির চৌধুরী পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।   

আবুল কালাম জানান, মামলা দুই আসামি আবু সিদ্দিক ও পারুল বেগমের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

আর আছিয়া খাতুন নামের আরেক আসামি মামলার বিচার চলাকালেই অসুস্থ হয়ে মারা যান।