র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

পাবনার সাথিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় শাহজাহান মাস্টার হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 04:08 AM
Updated : 28 Oct 2016, 08:17 AM

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস বলছেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তারা অভিযানে গেলে শুক্রবার ভোরে আতাইকুলা থানার গয়েশবাড়ী গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে।

আর আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক বলছেন, নিহত দুজনই চরমপন্থী দল নকশালের আঞ্চলিক নেতা। 

এরা হলেন- সাঁথিয়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু এবং একই উপজেলার পাইকশা গ্রামের মোতালেব হোসেন মিস্ত্রির ছেলে ময়েন উদ্দিন মদন।

তাদের বিরুদ্ধে শাহজাহান মাস্টার হত্যা মামলা ছাড়াও তাইকুলা ও সাঁথিয়া থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে ওসির ভাষ‌্য।

র‌্যাব কর্মকর্তা বীণা রানী দাস বলেন, গয়েশবাড়ী গ্রামের এক বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।