জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধানসহ ১৬ জনের কারাদণ্ড

জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীসহ ১৬ জনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 01:09 PM
Updated : 18 Oct 2016, 01:45 PM

এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ রায়  ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন পলাশবাড়ির শাহ মো. ফেরদৌস, আবু সাইদ, ফজল, রংপুরের আলম, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ও মুন্না।

টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, আসামিদের মধ্যে চান্দু পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, আসমিরা টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে আল্লাহর দল নামের একটি সংগঠনের আড়ালে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বইসহ আসামিদের আটক করে পুলিশ।

পরদিন এসআই মোশারফ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে টাঙ্গাইল সদর থানায় মামলাটি দায়ের করেন, নয় বছর পর যার রায় হল।