নীলফামারীতে সরকারি জমি দখলের অভিযোগ

নীলফামারীর ডোমারে সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ পাওয়া গেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 07:06 AM
Updated : 18 Oct 2016, 07:07 AM

ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু মঙ্গলবার এ অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা ময়নুল হক।

মেয়র মনছুরুল বলেন, শহরের যানজট নিরসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের সম্মতিতে ডোমার বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

“খালি জায়গা পেয়ে রোববার গভীর রাতে ময়নুল হকের নেতৃত্বে বেশ কিছু লোক শহরের বনওয়ারী মোড়ের সামনে জমি দখল করে পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।”

অভিযোগ অস্বীকার করে পরে কথা বলতে বলেন ময়নুল হক। এরপর একাধিকবার তার মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বলেন, “দলের নাম ভাঙিয়ে জমি দখল আমরা কোনোভাবে সমর্থন করি না। ময়নুল যেটি করেছেন, সেটি গর্হিত কাজ করেছেন।”

বিষয়টি সম্পর্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে- বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক বলেন, “জমি দখল করে দলীয় কার্যালয়ের জন্য সাইনবোর্ড ঝুলানোর বিষয়টি শুনেছি, আমরা বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।”