হাতিয়ায় ৯ ‘জলদস্যু’ আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার উড়িরচর (ঘাসিয়ার চর) থেকে দেশি অস্ত্রসহ সন্দেহভাজন নয় জলদস্যুকে আটক করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2016, 05:21 PM
Updated : 13 Oct 2016, 05:22 PM

বৃহস্পতিবার বিকালে ভোলা জেলা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে বলে লালমোহন থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান।   

আটকরা হলেন, ফখরুল ইসলাম (২৭), মনির (১৮), মালেক (৩০), শামসুউদ্দিন (২৯), শহিদুল (৩৫), সোহেল (২০), সোহরাব (৩৫), সেলিমউদ্দিন (২৫) ও রাহাত (২০)।

পুলিশ কর্মকর্তা রফিুকল বলেন, গোপন সংবাদে ভোলার মনপুরার নিকটবর্তী উড়িরচরে (ঘাসিয়ার চর) ‘জলদস্যুর আস্তানায়’ অভিযান পরিচালনা মনপুরা থানার ওসিসহ ১৫ সদস্যের একটি দল।

“প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে বিভিন্ন ধরনের দেশি অস্ত্রসহ নয় জলদস্যুকে আটক করা হয়।”

অভিযানে জুনায়েদ নামে এক কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তা রফিকুল।