টাঙ্গাইলে দুর্ঘটনায় চার গাড়ি, নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কভার্ডভ্যান, ট্রাক ও দুই বাসের সংঘর্ষে এক চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 04:24 AM
Updated : 28 Sept 2016, 06:41 AM

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দুল্লা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী।

নিহতদের একজন হলেন নাটোরের বনপাড়ার কভার্ডভ্যান চালক মোস্তফা মিয়া। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় প্রথমে টাঙ্গাইলমুখী করতোয়া কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একটি ট্রাক এসে কভার্ডভ্যানকে এবং একটি বাস এসে বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

স্থানীয় লোকজন ও পুলিশ দুর্ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হযরত আলী বলেন, দুর্ঘটনায় চারটি গাড়ির সমানের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িগুলোকে উদ্ধার করে বলে তিনি জানান।

দুর্ঘটনায় সড়ক অবরুদ্ধ হওয়ায় যানজট লেগে যায়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানান স্টেশন লিডার হযরত আলী।