শরীয়তপুরে একজনকে ‘পিটিয়ে’ হত্যা

শরীয়তপুরে একজনকে ‘পিটিয়ে’ হত্যা করা হয়েছে; ঘুষ নিয়েও বিদ্যুৎ না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে হত্যা করা হয় বলে অভিযোগ।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2016, 03:47 PM
Updated : 15 Sept 2016, 03:47 PM

বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. এমারৎ হোসেন।

নিহত আলী হোসেন বক্তার (৫৫) সদর উপজেলার দক্ষিণ কেবলনগর গ্রামের বাসিন্দা।

আলী হোসেনের ভাতিজা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, একই গ্রামের হারুন বক্তারের স্ত্রী নিলা বেগম আমাদের গ্রামের শতাধিক লোকের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে পাঁচ থেকে ১৫ টাকা করে ঘুষ নিয়েছেন।

“টাকা নেওয়ার পরও সংযোগ না দেওয়ায় হোসেন চাচাসহ স্থানীয় ১০-১২ জন লোক নিলার স্বামী হারুন বক্তারের কাছে জিজ্ঞেস করতে গেলে আমার চাচা আলী হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়।”

আলী হোসেনের স্ত্রী ফিরোজা বেগম বলেন, “আমার স্বামীকে হারুন বক্তার, কাসেম বক্তার ও রিপন বক্তার কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”

পরিদর্শক (তদন্ত) এমারৎ বলেন, লাশের মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।