গ্রেপ্তারের পর পুলিশের অভিযানে আসামি নিহত

গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কথিত অস্ত্র উদ্ধার অভিযানের মধ‌্যে গোলাগুলিতে ডজনখানেক মামলার এক আসামির মৃত‌্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2016, 05:50 AM
Updated : 15 Sept 2016, 05:52 AM

বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুরে গাজীরচর ইউনিয়নের সাদীরচর গ্রামে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে বাজিতপুর থানার ওসি মো. মকবুল হোসেন মোল্লার ভাষ‌্য।  

নিহত ফদুর আলী ওরফে রিপন (৩৫) বাজিতপুর পৌরসভার দড়ি ঘাগটিয়া এলাকার মুর্শেদ মিয়ার ছেলে।

পুলিশ বলছে, রিপনের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছ, যার মধ্যে পাঁচটি হত্যা মামলা; বাকিগুলো হয়েছে ডাকাতি, ছিনতাই ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, বুধবার তারা বাজিতপুর থেকে রিপনকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে তাকে নিয়ে সাদীরচরে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।  

“এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করলে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। পুলিশও সন্ত্রাসীদের দিকে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।”

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি পিস্তল, একটি বিদেশি বন্দুক ও একটি দেশি রিভলবার এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করে বলে জানান ওসি।