রুয়েটে নতুন ২ বিভাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী শিক্ষাবর্ষ থেকে দুটি নতুন বিভাগ খোলা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 12:01 PM
Updated : 30 August 2016, 02:36 PM

বিভাগ দুটি হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম মর্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তাতে নতুন এই বিভাগ দুটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার তথ্যও যোগ হবে।  

এ দুটি নতুন বিভাগসহ রুয়েটে স্নাতক ডিগ্রি প্রদানকারী বিভাগের সংখ্যা হলো ১৪।