মণ্ডল জুট মিলে আগুন: ‘বিপুল’ ক্ষয়ক্ষতি

রপ্তানির জন্য তৈরি পণ্যসহ যন্ত্রপাতি পুড়ে খুলনার মণ্ডল জুট মিলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে কর্তৃপক্ষ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 10:41 AM
Updated : 4 May 2016, 10:41 AM

তবে ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো তথ্য এখনও দিতে পারছে না।  

বুধবার সকাল পৌনে ১০টার দিকে দিঘলিয়ায় মণ্ডল জুট মিলে আগুন ধরে। বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জুট মিলের মালিক রবিউল আহসান সিকো বলেন, এক হাজার ৪০০ মেট্রিক টন তৈরি চটের বস্তা ও সুতা ভারত, চীন, তুরস্কসহ বিভিন্ন দেশে রপ্তানির অপেক্ষায় ছিল।

“রপ্তানির অপেক্ষায় থাকা এসব পণ্য ও মেশিনারিজ পুড়ে অন্তত ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে।” 

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. লিয়াকত আলী জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ডাম্পিংয়ের পর নিরূপন করে ক্ষয়ক্ষতি কী পরিমাণ তা নিশ্চিত করা যাবে।

তা করতে আরও দুয়েকদিন লাগবে বলে জানান তিনি।

সকাল ৯টায় শ্রমিকরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পর মিলের ভেতর থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে পাকে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিঘলিয়া থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।