‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় ৩ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে তিন এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ছয় যুবকের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 07:25 AM
Updated : 1 May 2016, 07:25 AM

তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, শনিবার রাতে উপজেলার মাগুড়াবিনোদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের মোজাহারের ছেলে রাকিব (১৮) ও জামাল শেখের ছেলে শামীম (১৭) এবং আরছোপ আলীর ছেলে ইয়াছিন (১৮)।তিনজনই তাড়াশ কাউরাইল তফের আলী টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

গুরুতর আহত শামীমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের তাড়াশ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শামীমের বাবা জামাল সেখে বলেন, গরমে কারণে শনিবার রাত ১১টার দিকে আমার ছেলে শামীম ও তার বন্ধু ইয়াছিন এবং রাকিব বাড়ির পাশের ব্রিজের উপরে বসে ছিল।

গ্রামের উজ্জ্বল নামে এক যুবক সেখানে বসে গাঁজা সেবন করছিল অভিযোগ করে তিনি বলেন, “এতে বাধা দিলে উজ্জ্বল তাদের গালমন্দ করে এবং পরে তার বন্ধু বিদ্যুৎ, মেহেদী, মারুফ, মুসা ও মোস্তফাকে ডেকে এনে লাঠিপেটা করে পালিয়ে যায়।”

এ ঘটনায় রোববার দুপুরে ওই ছয় জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানিয়েছেন জামাল সেখ ।

এ বিষয় ওসি আমিনুল বলেন, “লিখিত অভিযোগের পর ঘটনার তদন্ত শুরু করেছি, সত্যতা পেলে মামলা হিসেবে গ্রহণ করে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”