কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা

কুষ্টিয়া সদরে নির্বাচনী সহিংসতায় একজন নিহতের ঘটনায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2016, 07:21 AM
Updated : 29 April 2016, 07:27 AM

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই মাহবুবুল করীম মোল্লা মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামিদের মধ্যে সদরের আলমপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস ছাড়া অন্যদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।

আক্তারুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

শুক্রবার দুপুর পর্যন্ত এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন ওসি শাহাবুদ্দিন।

কুষ্টিয়া সদরে আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে লাল্টু মোল্লা নামে একজন নিহত হয়, আহত হন অন্তত ১০ জন।

আগামী ৭ মে কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।