চোরাই মোটরসাইকেলসহ এএসআই আটক

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ পুলিশের এক এএসআই আটক হয়েছেন। তবে তিনি এটা তার আত্মীয়র কাছ থেকে কেনা বলে দাবি করেছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:44 PM
Updated : 7 Feb 2016, 04:44 PM

রোববার বিকেলে আটক জাবেদ আলী গোবিন্দগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

সদর থানার ওসি শাহজাহান পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে শহরের কলেজপাড়া মহল্লার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা তরিকুল ইসলাম গোলাপের বাড়ি থেকে একটি ১৫০ সিসির ট্রিগার ও একটি ডিসকভার ১৩৫ সিসির মোটরসাইকেল চুরির বিষয়ে শনিবার মামলা হয়।

“রোববার বিকেলে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ১৫০ সিসি ট্রিগারসহ এএসআই জাবেদকে আটক করে পুলিশে দেয় ব্যাংক কর্মকর্তার লোকজন।”

এদিকে জাবেদ পুলিশকে জানান, তিনি ছুটিতে বাড়ি এসে তার এক আত্মীয়র কাছ থেকে মোটরসাইকেলটি কিনেছেন। কিছু টাকা পরিশোধ করেছেন এবং কাগজপত্র বুঝিয়ে দিলে বাকি টাকা পরিশোধের কথা।

জাবেদ ২০১৩ সালে প্রশংসনীয় অবদানের জন্য প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক পান বলে দাবি করেন।

ওসি শাহজাহান পাশা বলেন, জাবেদের তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অনুসন্ধানে গেছে। বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।