কীর্তনখোলার চরে স্টিমার আটকা

ঘন কুয়াশায় বরিশালে কীর্তনখোলা নদীর একটি চরে যাত্রীসহ একটি স্টিমার আটকা পড়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 04:18 AM
Updated : 7 Feb 2016, 05:17 AM

রোববার ভোর ৬টার দিকে নদীর চরকাউয়া এলাকায় ‘পিএস মাহসুদ’ নামে স্টিমারটি আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান।

তিনি বলেন, শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা স্টিমারটি বরিশাল হয়ে মোড়েলগঞ্জ যাওয়ার কথা।

“ঘন কুয়াশার কারণে চালক দিক হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ১৮০ জন যাত্রীসহ বরিশাল নদী বন্দরের বিপরীত দিকের চরকাউয়ার চরে আটকে যায় এটি।

“এতে মোড়েলগঞ্জ রুটের ৭০ জন যাত্রী রয়েছে, অন্যরা নৌকা ও ট্রলারযোগ চলে গেছেন।”

স্টিমার ও যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জোয়ার আসলে টাগ জাহাজের মাধ্যমে স্টিমারটি টেনে নামানো হবে বলে জানান আবুল কালাম।