পঞ্চগড়ের আরও ২৬ জনের ঠিকানা বদল

জন্মভূমি ছেড়ে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব  গ্রহণকারী আরও ১০ পরিবার ভারত গেছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 07:33 AM
Updated : 30 Nov 2015, 07:33 AM

সোমবার দুপুরে পবিরারগুলোর ২৬ সদস্য  নীলফামারীর চিলাহাটি-ডাঙ্গাপাড়া সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন বলে জানান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, সকালে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভারতীয় হাই কমিশনের সেকশন অফিসার শৈলেন্দ্র কিশোরের কাছে তাদের হস্তান্তর করা হয়।

পরে একটি মিনিবাসে করে তারা ভারতের দিকে যাত্রা শুরু করে বলে জানান তিনি।

এ নিয়ে বিলুপ্ত এই ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী মোট ৪৮৯ জনের মধ্যে ৪৭৬ জন ভারত গেলেন। এর আগে গত রোববার (২২ নভেম্বর)  ৪৮, সোমবার ১৪৭, মঙ্গলবার ১৫০  এবং বৃহস্পতিবার ১০৫ জন  তাদের ঠিকানা বদলান।

বাকি ১৩ জন বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যৌথ জনগণনা জরিপে পঞ্চগড়ের ৩৬টি বিলুপ্ত ছিটমহলের হিন্দু সম্প্রদায়ের ৯৮টি পরিবারের ৪৮৭ জন ভারতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। পরে  নতুন করে যোগ হয় দুই নবজাতক।