বরিশাল মেডিকেলে ছাত্ররাজনীতি বন্ধ   

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর ক্যাম্পাসে সাময়িকভাবে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 09:04 AM
Updated : 24 Nov 2015, 12:45 PM

কলেজ অধ্যক্ষ ভাস্কর সাহা জানান, মঙ্গলবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছাত্ররাজনীতি বন্ধের পাশাপাশি ঘটনা তদন্তে অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

তবে কলেজে ক্লাস ও পরীক্ষা আগের মতোই চলবে বলে জানান তিনি।

সোমবার রাতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশসহ পাঁচজন আহত হয়।

আহত পুলিশ সদস্য এসআই ফরিদুল আলমকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ জানান, কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের ইমরান হোসেন ও অনুপ সরকারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।

“সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে ইমরান নিজেকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পরিচয় দিলে অনুপের সঙ্গে তার তর্ক বাধে।”

তিনি আরও বলেন, এর জের ধরে রাত ১টার দিকে দুইপক্ষ ছাত্রাবাসের সামনে জড়ো হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে  বোতলের আঘাতে এসআই ফরিদুল আহত হন বলে জানান তিনি।

সাংবাদিকদের কাছে ইমরান দাবি করেন গত ১৮ অক্টোবর তাকে কলেজ শাখার সভাপতি করে কমিটি ঘোষণা দেয় মহানগর ছাত্রলীগ।

এদিকে অনুপ সরকারের দাবি, সংগঠনের দুঃসময়ের নেতাকর্মীদের বাদ নিয়ে কমিটি করা হয়েছে এ অভিযোগ কেন্দ্রীয় নেতাদের  জানালে তারা কলেজ শাখা কমিটি স্থগিত করে।

এরপরও ইমরান ও তুহিন নিজেদের সভাপতি-সম্পাদক পরিচয় দিয়ে আসছে বলে অভিযোগ তার।

ঘটনার পর কলেজ প্রশাসনের উপস্থিতিতে ‘জামিলুর রহমান’ ও ‘হাবিবুর রহমান’ ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে লাঠি ও কাচের বোতল উদ্ধার করা হয়েছে বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ।

এদিকে দুপুরে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে একটি অ্যাম্বুলেন্স ভাংচুরের চেষ্টা করলে আশিকুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীকে মোটর সাইকেলসহ আটক করা হয় বলে জানান বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন।