আরব আমিরাতে বাংলাদেশিদের দুর্গাপূজার প্রস্তুতি

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা দুর্গাপূজা পালনের প্রস্তুতি নিচ্ছেন।

লুৎফুর রহমান, দুবাই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 11:30 AM
Updated : 25 Sept 2017, 11:30 AM

প্রতিবারের মতো এবারও বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে আবুধাবির আল আইনে পূজামণ্ডপ স্থাপন করা হবে।

২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মাধ্যমে এ দুর্গোৎসব শেষ হবে জানান প্রবাসীরা।

আমিরাত প্রবাসী নৃত্যশিল্পী তিশা সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ উৎসব আনন্দের। ধর্মের চেয়ে এখানে সবার আনন্দই মূখ্য।”

তিনি জানান, পূজার অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- মণ্ডপে দেবী স্থাপন, বাল্য ভোগ নিবেদন, পূজানুষ্ঠান, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগরাগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ, আরতী প্রতিযোগিতা ও কীর্তন, সিঁদুর খেলা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংযুক্ত আরব আমিরাতের নানা প্রদেশে হিন্দু ধর্মাবলম্বীরা এ পূজা পালন করলেও শুধু আল আইন শহরের বাংলাদেশিদের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে কয়েক বছর ধরে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!