সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের চিত্রাঙ্কন

সিঙ্গাপুরে মেরিন হাউজিং আয়োজিত অভিবাসীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

এম ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 06:19 AM
Updated : 21 August 2017, 06:19 AM

স্থানীয় সময় রোববার বিকালে মায়ানমার, ভারত, শ্রীলংকার পাশাপাশি বাংলাদেশি প্রতিযোগিরাও অংশ নেয়।

এ প্রতিযোগিতায় শুধু ক্যাপেল হাউজে অবস্থানরত অভিবাসী কর্মীরাই অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশি প্রতিযোগিদের অনেকেই শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শাপলা ফুল, জাতীয় পতাকা ও নৌকার ছবি এঁকেছেন।

প্রবাসীরা চিত্রাঙ্কনের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছে উল্লেখ করে দর্শক ইমরান খাঁন বলেন, “প্রবাসীরা যত দূরেই থাকুক, তাদের অন্তরে বাস করে বাংলাদেশ। তাদের এই দেশপ্রেম দেখে আমন্ত্রিত অতিথিদের অনেকেই বিস্মিত হন।”

প্রতিযোগিতা দেখতে আসা বাংলাদেশি জাহিদ হাসান আনোয়ার বলেন, “সবাই খুবই অসাধারণ ছবি এঁকেছে।”

আরেক দর্শক আক্তার হোসেন বলেন, “প্রবাসীদের এই দেশপ্রেম দেখে আমি মুগ্ধ। প্রবাসে আমরা একটা প্রবাসী একেকটা বাংলাদেশ।”

আরেক প্রবাসী পারভেজ আক্তার বলেন, “প্রবাসে যদি কোনও বাংলাদেশি অপরাধ করে, তাহলে দোষ যেমন পুরো বাংলাদেশের উপর আসে। আবার ভাল কাজ করলেও তাই।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন