প্রবাসী মোরশেদের পাশে ‘বাংলার নতুন সেনা’

২০১০ সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়া এসেছিলেন মো. মোরশেদ আলম। কাজ করতেন একটি পামওয়েল বাগানে৷

জোটন চন্দ্র দাস, মালয়েশিয়ার পেরাক থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 10:29 AM
Updated : 20 August 2017, 10:29 AM

গত ২ সাপ্তাহ আগে বাগানে কাজ করতে গিয়ে আহত হন মোরশেদ৷ এতোদিন তিনি ভাঙা পা নিয়ে কোম্পানির খরচে একটি হাসপাতালে ভর্তি ছিলেন ৷

মোরশেদের বাড়ি নোয়াখালী জেলা মাইজদি চরমটীয়ার শংকরপুর গ্রামে। পিতার নাম মো. মান্নান মিয়া ও মাতা হোসনেরা বেগম। এখন তিনি আছেন পেরাক শহরের পৌচিং এলাকা থেকে প্রায় ১০ কিমি ভেতরে একটি পামওয়েল বাগানে৷

স্থানীয় সময় রোববার সকালে আহত মোরশেদের সঙ্গে দেখা করতে যান মালায়শিয়ায় প্রবাসী ব্যবসায়ী আমিন ও তার সেচ্ছাসেবী টিম ‘বাংলার নতুন সেনা কেএল’ ৷ তারা মোরশেদের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দেন৷

সেখানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী কামাল আযাম, ইদ্রিস শেখ, সাব্বির ইসলাম ও প্রবাসী বাংলাদেশিরা৷  তারা মোরশেদ আলমের সঙ্গে মতবিনিময় করেন, জানতে চান তার শারীরিক অবস্থার কথা৷

উপস্থিত শ্রমিকদের উদ্দেশ্যে আমিন বলেন, “আপনারা সবাই ভালোভাবে কাজ করে যান৷ যে কোন বিপদ-আপদে আপনাদের  জন্য ২৪ ঘণ্টা কাজ করবে আমার প্রবাসী সেচ্ছাসেবী টিম।”

সংগঠনটির অন্যতম সদস্য সাব্বির ইসলাম মোরশেদ আলমকে আরও সহযোগিতা করার প্রতিশ্রুতির কথা জানান৷

লেখক: প্রবাসী বাংলাদেশি

ফেইসবুক পেইজ-

www.facebook.com/bdnewsenakl

ই-মেইল-  bdnewsenakl@yahoo.com

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!