পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের শোক দিবস পালন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 05:09 AM
Updated : 17 August 2017, 05:09 AM

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় লিসবনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়।

দুপুরের বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, দূতাবাস কর্মকর্তারা, পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা, পর্তুগাল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র-প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত সকল পদক্ষেপে প্রবাসীদের যোগদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ সময় ১৯৭৫ সালের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!