যুক্তরাষ্ট্রে কবি শহীদ কাদরীর জন্মদিন পালন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 05:05 AM
Updated : 15 August 2017, 05:05 AM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ‘তোমায় নতুন করে পাবো বলে’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।

আয়োজক সংগঠনটির নেত্রী লুৎফুন্নাহার লতার স্বাগত বক্তব্যের পর জোটের আহ্বায়ক মিথুন আহমেদ কবি শহীদ কাদরীর একটি লেখা পড়েন।

এ সময় শহীদ কাদরীর কবিতা আবৃত্তি করেন সেমন্তী ওয়াহেদ, আবির আলমগীর ও শুক্লা রায়। সঙ্গীত পরিবেশন করেন স্বপ্না কাউসার।

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবির সাথে দীর্ঘদিনের কিছু স্মৃতিচারণ করেন কৌশিক আহমেদ ও ওবায়দুল্লাহ মামুন।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামালউদ্দিন হোসেন, কবিপত্নী নাজমুন্নেসা পিয়ারি, ফোবানার নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান, যুগ্ম নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী ও সাংবাদিক আকবর হায়দার কিরণ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর এবং সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া।

অনুষ্ঠান উপস্থাপনা করেন গণজাগরণ মঞ্চের সংগঠক মিনহাজ আহমেদ সাম্মু।

৩২ বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনেই গত বছর ২৮ আগস্ট মারা যান কবি শহীদ কাদরী। ফলে এবারই প্রথম কবির অনুপস্থিতিতে নিউ ইয়র্কে কবি শহীদ কাদরীর জন্মদিন পালিত হলো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!