সিঙ্গাপুরে সিরাজগঞ্জ প্রবাসীদের পুনর্মিলনী

সিঙ্গাপুরে সিরাজগঞ্জ প্রবাসীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রাশিদুল ইসলাম জুয়েল,সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 04:22 AM
Updated : 23 July 2017, 04:22 AM

স্থানীয় সময় শনিবার দুপুরে সিঙ্গাপুর চাইনিজ গার্ডেনে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

‘বাংলাদেশ ইনিস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি)’র প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ পুনর্মিলনী।

এস এম রাশিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মশিউর রহমান লিটন। অনুষ্ঠানের শুরুতে একে অপরের সাথে পরিচিত হয় আগতরা। 

দুপুরের খাবার শেষে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মো.মশিউর রহমান খান, কামাল হোসেন, সুমনা কামাল, পুসান খান, মো.আবু হানিফা, এস এম রাশিদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশের মধ্যে ছিলো কুইজ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, খেলাধুলা ও কৌতুক। বাচ্চাদের খেলাধুলা ও কুইজ পরিচালনা করেন এস এম রাশিদুল ইসলাম।

এই পুনর্মিলনীতে আরও অংশ নেন মো.রাজীবুল আলম, মো.তাহাজ্জত হোসেন, মো.আবু হানিফা, মো.গোলাম রসুল, মো.রুহুল আমিন, মো.সাইদুর রহমান, মো.ফরিদুল ইসলাম, মো.মোস্তাফিজুর রহমান, মো.মশিউর রহমান খান, কামাল হোসেন, মো.ওহাব, মো.কামাল পাশা, মো.শাফি ও মো.আনছারী।

বিকালে হালকা খাবার, ড্র এবং পুরস্কার ঘোষণার পর এস এম রাশেদুল ইসলামের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!