আরব আমিরাতে সুনামগঞ্জ সমিতির সম্মেলন 

সংযুক্ত আরব আমিরাতে সুনামগঞ্জ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লুৎফুর রহমান, আরব আমিরাতের দুবাই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 05:01 AM
Updated : 22 July 2017, 05:01 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার শারজাহের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সমিতির আহ্বায়ক শফিকুল হকের সভাপতিত্বে ও জয়নুল হক লিটনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি এম এ করিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল হক।

সম্মেলনের প্রথম দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন করে স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রবাসী সুনামগঞ্জ সমিতির প্রধান সমন্বয়কারী শফিকুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী মইনুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা আশিক মিয়া, লন্ডন থেকে আগত সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইউকে’র প্রতিনিধি রুহুল আমিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি একে আজাদ লালন, হাবিবুর রহমান চুন্নু, কুলাউড়া সমিতির সভাপতি আহমদ আলী, সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা মাস্টার জহুর আলীসহ আরও  অনেকে।
বক্তব্য দেন কমিউনিটি নেতা প্রকৌশলী মনোয়ার হোসেন,  বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ূব আলী বাবুল, প্রবাসী মিরসরাই সমিতির সভাপতি মোজাফর উল্লাহ,  শরাফত আলী, বচন মিয়া তালুকদার, গোলাম রব্বানী, শাহজাহান মিয়াজী, ফয়ছল আহমেদ, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম এনাম, মুমুন টিপু, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, আবুল হোসেন, আবদুল লতিফ, আবদুল হামিদ, মোহাম্মদ বজল আহমেদ, আসমত আলী, কাসন আলী, মীর আলী ও জাহেদ আহমেদ।

সম্মেলনে সুনামগঞ্জ হাওরাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

পরে ১৩৩ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি আব্দুল করিম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!