প্রবাসীদের কোরিয়াতে ঈদ পালন

দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ওমর ফারুক হিমেল, দক্ষিণ  কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 04:35 PM
Updated : 25 June 2017, 04:35 PM

রোববার ছুটির দিন হওয়ায় কোরিয়ায় প্রবাসীরা ঈদের জামাত আদায় করার জন্য মসজিদে এসে ভিড় জমান।

সবকটি শহরে পবিত্র ঈদুল ফিতরের জামাত পৃথক সময় সূচিতে পালন করা হয়েছে। এরমধ্যে রাজধানী সিউলের সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ৯টায় এবং ইনছন কুমদোং মসজিদে সকাল ৯টায় অন্যান্য মুসলিমদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও ঈদের জামাতে অংশ নেন।  

এছাড়া আনসান, বুসানসহ প্রত্যেকটি বিভাগের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!