আবুধাবিতে প্রবাসী শ্রমিকের মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে সাইফুর রহমান বাবলু নামে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।

জাহাঙ্গীর কবীর বাপপি, আবুধাবি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 09:33 AM
Updated : 21 June 2017, 09:33 AM

গত ১১ জুন স্থানীয় সময় রাতে আবুধাবির শেখ খালিফা হাসপাতালে সাইফুর রহমান বাবলুর (২৫) মৃত্যু হয়। গত ৩০ মে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা করেছিলো। সেখানে তিনি ১১ দিন চিকিৎসাধীন ছিলেন।

সাইফুর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা রোসাংগিরি গ্রামের মফিজুর রহমানের ছোট ছেলে। তার প্রবাসী ভগ্নিপতি আকতার হোসেন বাদল বলেন, “আগামী বছর সবাই মিলে দেশে গিয়ে সাইফুরের বিয়ের পরিকল্পনা করা হয়েছিলো। এর মধ্যে পরিবারের সবার আদরের বাবলু চলে গেলো পরপারে।”

সাইফুর প্রথমে আমিরাতের সামার ক্যাপিটেল আল আইনের একটি সুপার শপে, পরে দুবাই রোড ট্রান্সপোর্ট অথরিটিতে ও সবশেষে আবুধাবিতে আরব মালিকানাধীন স্থানীয় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

বুধবার সাইফুরের লাশ আবুধাবি থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে তার গ্রামে নিয়ে যাওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!