কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের বৈশাখ উদযাপন

কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 07:17 AM
Updated : 30 April 2017, 07:17 AM

স্থানীয় সময় শনিবার সকালে কুয়ালালামপুরে হোটেল রেনেসাঁয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, “প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি কৃষ্টি, কালচার তুলে ধরছেন। প্রবাসীদের মাধ্যমেই হাজার বছরের বাংলা সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে পড়ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য, লক্ষীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল ও কামরুল লাইলা জলি এমপি।

অনুষ্ঠানে আগত বিদেশি অতিথিদের স্বাগত জানান হাই কমিশনার মহ. শহীদুল ইসলাম ও তার স্ত্রী।

এ সময় শিশু-কিশোররা ডোল ও বাঁশি বাজিয়ে অতিথিদের শুভেচ্ছা জানায়।

যুক্তরাষ্ট্র, ভারত,আফগানিস্তান, কিউবা,গাম্বিয়া, ফিলিপাইন, নেপাল, আজারবাইজান, মালয়েশিয়া, সুইডেনসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদেশিসহ সব দর্শকের জন্য ছিলো বাংলাদেশি বিভিন্ন রকমের পিঠাপুলি খাওয়ার আয়োজন।

বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় ডোল, বাঁশিসহ বাদ্যযন্ত্র বাজান ‘মামা সাংস্কৃতিক গোষ্ঠী’র সদস্যরা। হাই কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সরোয়ারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে আরো উপস্থিত ছিলেন- দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডর হুমায়ূন কবির, প্রথম সচিব (শ্রম) সায়েদুল ইসলাম, প্রথম সচিব এসকে শাহীন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার প্রথম সচিব হেদায়েতুল ইসলাম মণ্ডল, দ্বিতীয় সচিব তাহমিনা বেগম, দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমেদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের সদস্যরা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!