ওয়াশিংটনে বাংলা স্কুলের বৈশাখী উৎসব

যুক্তরাষ্ট্রে বৈশাখী উৎসবে নেচে গেয়ে বাংলাদেশকে প্রবাসীদের কাছে তুলে ধরল বাংলা স্কুলের শিশুরা।

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 11:16 AM
Updated : 16 April 2017, 11:16 AM

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইনক (বিসিসিডিআই) বাংলা স্কুলের আয়োজনে নোভার আনানডেল ক্যাম্পাস অডিটরিয়ামে এ বর্ষবরণ উৎসব হয়।

শতরূপা বড়ুয়া ও শামীম চৌধুরীর উপস্থাপনায় বাংলা মিউজিক স্কুলের ছাত্রছাত্রীরা গেয়ে শোনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘এসো হে বৈশাখ এসো এসো’।

মিউজিক স্কুলের শিক্ষক নাসির চৌধুরীর পরিচালনায় ‘মাটি ও মানুষের গান’ অনুষ্ঠানে অংশ নেন- শিখা আহমেদ, নাসিমা খানম, আতিয়া মাহজাবীন, রিতা বড়ুয়া, তানিয়া খান, শাহেদ আকতার, ফৌজিয়া আইরিন, শম্পা, অদিত্য বড়ুয়া, শ্রেয়সী বড়ুয়া, নাজিব আহমেদ, আরিফুর রহমান স্বপন, উর্মিলা বড়ুয়া, রূপালী বড়ুয়া, রুমানা, সুমী চৌধুরী, সাইদা আবেদীন, উৎপল বড়ুয়া, শিখ মাওলা মিলন, জয় দত্ত, হিমু রোজারীও, মোহাম্মদ আজাদ, আশীষ বড়ুয়া ও নাসের চৌধুরী।

বৈশাখী র‌্যালি শেষে মিউজিক একাডেমির ছাত্রছাত্রীদের গানে অংশ নেন- কৌশিক, স্বপ্লিল, দিবিয়া, বিজন, শ্রেয়সী, রানীতা, তাসনুভা অতশী, অহনা, সুশান, অনিতা, অনিক, অবন্তী, আনন্দী, রিদিতা, অনুভা, ফারজান, শ্রিজন, মুহিত, অনুষাদাস গুপ্ত, নোরা, আশীষ বড়ুয়া, মোহাম্মদ মাজেদ, হিমু রোজারীও, মোহাম্মদ হুদা অনু, আরিফুর রহমান স্বপন ও জয় দত্ত বড়ুয়া। 
মুক্তা বড়ুয়ার নির্দেশনায় নাচের পর্বে ড্যান্স একাডেমির শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন- সুশান্তিক, সাইদ, তানিশা, অনতিা, নোরা, অংকিতা আদিত্য, আনন্দী, অবন্তী, তাসনুভা, মরিয়ম, অতশী, তাজ, জিহাদ, তানিশা, অহনা, রানিতা নাজিলা, রিদিতাম সাবরিনা, পার্থিব, পুনম, আদ্রিতা ও সুমিত ফারিয়াল। 

অতিথি শিল্পী সেলিম চৌধুরীর গান শেষে বাংলা স্কুলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!