ঋণের বোঝা কমাতে সৌদি আরব গিয়ে বাংলাদেশির মৃত্যু

ঋণের বোঝা কমাতে বেশি আয়ের লক্ষ্যে সৌদি আরব গিয়ে ২১ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বাংলাদেশি।

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 10:45 AM
Updated : 15 April 2017, 10:45 AM

নিহতের নাম আবুল হাসান ওরফে লাট্টু ফকির (৫০)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মৃত আব্দুল আজিজ ফকিরের ছেলে।

স্থানীয় সময় শনিবার রাতে সৌদি আরবের আল কাছিম থেকে জেদ্দায় যাওয়ার পথে এ দুর্ঘটনা হয় বলে জেদ্দায় বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।

আবুল হাসানের সহকর্মী কুমিল্লার চান্দিনা উপজেলার সফিক বলেন, “দুর্ঘটনার সময় ওইগাড়িতে আমিও ছিলাম। আমরা ছয়জন নতুন একটি কাজে যোগদানের জন্য আল কাছিম জেলা থেকে জেদ্দা যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।"

নিহত লাট্টুর মৃতদেহ এখন আলরাজ হাসপাতালে রয়েছে বলে জানান তিনি। সৌদি পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জানা যায়, গত ২৩ মার্চ সৌদি আরবে আসেন লাট্টু ফকির। একুশ দিনের মাথায় তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

সহকর্মী আবুল হাসান জানিয়েছেন, দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট থেকে কয়েক লাখ টাকা নিয়ে দায়গ্রস্ত হয়ে পড়েন লাট্টু। এই দায় থেকে মুক্তি পেতে মোটা বেতনে চাকরির আশায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!