ভারতের সাথে 'গোলামির চুক্তি': অভিযোগ যুক্তরাষ্ট্র বিএনপির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে 'গোলামির চুক্তি' করেছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 04:30 AM
Updated : 9 April 2017, 04:30 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন,  "ভারতের সাথে কী ধরনের চুক্তি হচ্ছে, তা যদি আগেই সর্ব-সাধারণকে অবহিত করা হতো, তাহলে কোন আপত্তি উঠতো না। গোলামির চুক্তি বলেই সবকিছু গোপন রাখা হয়েছে।"

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক  গিয়াস আহমেদ।

প্রশ্নোত্তর পর্বে গিয়াস আহমেদ বলেন,  "চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি করার মধ্যে অপরাধ বা অন্যায় দেখি না। কারণ চীন হচ্ছে বাংলাদেশ থেকে অনেক দূরে। অপরদিকে, বাংলাদেশের তিন দিকেই ভারতের অবস্থান। তাই ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে বাংলাদেশের ন্যূনতম সার্বভৌমত্বও বিকিয়ে দেওয়ার সামিল।"

"জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং ক্যাপিটল হিলের সামনে বিএনপি'র উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করার মধ্য দিয়ে দেশবিরোধী চুক্তির তথ্য আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করা হবে" -বলেন যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।

যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন,  "এক-এগারোর মত আবারও বিএনপি'র নেতৃত্বে এই নিউ ইয়র্ক থেকেই দেশবিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দোলন রচনা করতে হবে।"

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি'র নেতা আজহারুল হক মিল্টন, মাহফুজুল মাওলা নান্নু, আনোয়ারুল ইসলাম, আবু সুফিয়ান, আবুল বাশার, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সৈয়দা মাহমুদা শিরিন, সাদী মিন্টু, বিল্লাল হোসেন ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!