বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে ‘নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ’ যুক্তরাষ্ট্রের বস্টনে এক আলোচনা সভা করেছে।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 05:25 AM
Updated : 29 March 2017, 05:25 AM

স্থানীয় সময় শুক্রবার রিঞ্জ এভিনিউ কমিউনিটি হলে এ সভার আয়োজন করা হয় বলে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের পরিচালনায় সভায় মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবু হাসনাত।   

অনুষ্ঠানের শুরুতে সম্মিলিত সুরে জাতীয় সঙ্গীত পরিবেশেন করেন অনুষ্ঠানে আসা অতিথিরা। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাতুল বড়ুয়া, নুর হোসেন, রহমান বাবুল, মো. কাউসার, মোহাম্মদ মিয়াজী, আব্দুস সালাম খোকন, মাহমুদা খাতুন, আবু আলম, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, একাত্তরের ছাত্রনেতা বাসন্তি গোমেজ, নুরুন্নবী ও মোতাহার হোসেন।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন রাতুল বড়ুয়া ও মো. সেলিম। এছাড়া নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জুয়লে বড়ুয়ার পরিচালনায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রাজু বড়ুয়া ও প্রিয়া ইসলাম।