নেদারল্যান্ডস দূতাবাসে গণহত্যা দিবসের অনুষ্ঠান

জাতীয় গণহত্যা দিবসের আলোচনায় ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’ বলে মন্তব্য করেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 01:12 PM
Updated : 27 March 2017, 01:12 PM

স্থানীয় সময় শনিবার দেশটির প্রশাসনিক রাজধানী হিসেবে পরিচিত হেগে ‘আমরা তোমাদের ভুলবোনা’ শিরোনামে একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ‘যুদ্ধ এখনও শেষ হয়নি’ এই প্রতিধ্বনি তুলে পাকিস্তানি লেখক জুনাইদ আহমেদের নতুন লেখা বই ‘মিথ বিহাইন্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ’ এর মতো অপপ্রচারের সমালোচনা করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী সাংবাদিক বিকাশ বড়ুয়া ও সাংস্কৃতিক কর্মী তানবীরা তালুকদার।

এরপর ‘বাংলাদেশে গণহত্যা এবং বধ্যভূমি’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রবাসী বাংলাদেশি শিশু প্রিমা গণহত্যা দিবস সম্পর্কে তার ধারণা সবার সামনে উপস্থাপন করেন।

সভায় আরও বক্তব্য দেন- ২৫ মার্চ কালরাতের প্রত্যক্ষদর্শী বিকাশ রায়, মুক্তিযোদ্ধা ও নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মায়িদ ফারুক ও মুস্তাফা জামান।