গণহত্যা দিবসের স্বীকৃতি চেয়ে জেনেভায় সমাবেশ

গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে সুইজারল্যান্ডে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শ্যামল খান, সুইজারল্যান্ডের জেনেভা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 10:52 AM
Updated : 26 March 2017, 10:53 AM

স্থানীয় সময় শনিবার জেনেভার পেলেইস ডেস ন্যাশনসে অবস্থিত জাতিসংঘ অফিস চত্বরে এই সমাবেশ হয়।

সমাবেশটির যৌথ আয়োজন করে- সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখা, বঙ্গবন্ধু পরিষদ ও ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ।

উপ রাষ্ট্রদূত নজরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রধান অতিথি রাষ্ট্রদূত শামীম আহসান, আওয়ামী লীগ নেতা শ্যামল খান, জমাদার নজরুল, খলিলুর রহমান, আমজাদ চৌধুরী, গোলাম মোরশেদ সাচ্চু, শাহ আলম ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বাসার।

পরে ২৫ মার্চের শহীদদের স্মরণে শ্যামল খানের নেতৃত্বে মোমের আলো জ্বালানো হয়।