নিউ ইয়র্কে গণহত্যা দিবস পালনের কর্মসূচি

২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন করবে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’সহ কয়েকটি সংগঠন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 04:17 AM
Updated : 23 March 2017, 06:30 PM

স্থানীয় সময় শনিবার এ মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়েছে।

একইসাথে জাতিসংঘে বাংলাদেশ মিশন ও বাংলাদেশ কন্স্যুলেটের যৌথ উদ্যোগে একাত্তরের ২৫ মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার আলোকে একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) নূরএলাহি মিনা এসব তথ্য জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!