স্পেনের মাদ্রিদে মাতৃভাষা দিবস পালন

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সাহাদুল সুহেদ, স্পেনের মাদ্রিদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 06:23 AM
Updated : 29 April 2017, 05:50 AM

দিবসটি উপলক্ষে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের পর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনান দূতাবাস মিনিস্টার ও  হেড অব চ্যান্সেরি এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ ও ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলাম।

বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও  হেড অব চ্যান্সেরি এম হারুন আল রাশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক
,
আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি শাকিল খান পান্না
,
বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর
,
আওয়ামী লীগ স্পেন শাখার সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম
,
সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন
,
প্রজন্ম ৭১-এর আহ্বায়ক রিজভী আলম ও তারেক হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুলাল সাফা, ফয়জুর রহমান, সিরাজ উদ্দিন, আজম কালসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!