সিডনিতে এমএলসি মুভমেন্টের মাতৃভাষা নিয়ে কর্মসূচি

'একুশের চেতনা’ বাস্তবায়নে অস্ট্রেলিয়ার সংগঠন এমএলসি মুভমেন্টে ফেব্রুয়ারি মাসে সেমিনার এবং শ্রদ্ধাঞ্জলিসহ মোট তিনটি অনুষ্ঠানের কর্মসূচি দিয়েছে। 

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 12:54 PM
Updated : 17 Feb 2017, 12:54 PM

এমএলসি মুভমেন্ট অস্ট্রেলিয়াভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষার দাবিতে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে ১০ বছর ধরে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস স্টেট পাবলিক লাইব্রেরিতে মাতৃভাষার ওপর সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

পরেরদিন রোববার এসফিল্ড পার্কে  নির্মিত 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতি সৌধ'র একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচির কথাও জানিয়েছে সংগঠনটি।

এছাড়াও ২৮ ফেব্রুয়ারি ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'লাইব্রেরিতে একুশে কর্নার প্রতিষ্ঠা'র বিষয় নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানায় তারা। 

এসব অনুষ্ঠান সফলের জন্য সংগঠনটি মাতৃভাষা এবং একুশপ্রেমী সকলের প্রতি আহ্বান জানিয়েছে।