মালয়েশিয়ায় বাংলাদেশিদের সরস্বতী পূজা উদযাপন

মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করেছে সরস্বতী পূজা।

রফিক আহমেদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 05:23 AM
Updated : 4 Feb 2017, 05:23 AM

স্থানীয় সময় বুধবার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২৩ এলাকায় এ পূজা উদযাপন করা হয়। এতে বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হিন্দু ধর্মালম্বী বাংলাদেশিরা অংশ নেয়।

সরস্বতী পূজার অন্যতম আয়োজক প্রণয় কুমার চৌধুরী, খোকন সরকার ও ভৈরবী শর্ম্মার তত্ত্বাবধানে সরস্বতী পূজার উৎসব চলে সকাল থেকে রাত পর্যন্ত।

সকালে দেবী অর্চনা, অঞ্জলী, প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় আরতি ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূজায় অংশ নেওয়া মালয়েশিয়ায় প্রবাসী প্রবীণ সাংবাদিক গৌতম রায় বলেন, “দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগ দিয়েছে। দেশের মতো আমেজ নিয়ে সরস্বতী পূজা উদযাপন করতে পারে আমরা আনন্দিত।”