যুক্তরাষ্ট্রে বর্ষসেরা রিয়েল এস্টেট এজেন্ট প্রবাসী মোর্শেদা

যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসী বাংলাদেশি মোর্শেদা জামানকে ‘বর্ষসেরা জাতীয় রিয়েল এস্টেট এজেন্ট’-এর স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করেছে ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 06:07 AM
Updated : 23 Jan 2017, 06:53 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’-এর কার্যালয়ের  মোর্শেদা জামানকে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেওয়া হয়।

মোর্শেদা জামানকে ‘বর্ষসেরা জাতীয় রিয়েল এস্টেট এজেন্ট’ হিসেবে ‘২০১৬ চেয়ারম্যান্স ক্লাব ক্রেস্ট’ হাতে তুলে দেন ‘গাইডেন্স রিয়েল্টি হোমস’-এর প্রেসিডেন্ট হুসাম এ কুতুব।

গত বছর রিয়েল এস্টেট ব্যবসায় ১২ মিলিয়ন ডলারের বেশি মুনাফার জন্যে মোর্শেদা জামানকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। মোর্শেদা জামান ২০১৫ সালেও নিউ ইয়র্ক অঞ্চলের সেরা রিয়েল এস্টেট এজেন্টের পুরস্কার পেয়েছিলেন।

জানা যায়,গাইডেন্স হোমস যুক্তরাষ্ট্রে একমাত্র শরিয়া আইনে বাড়ি ক্রয়-বিক্রয়ে সহায়তাকারি সংস্থা। প্রতিষ্ঠানটির সেবা পান ৮৫ শতাংশ মুসলমান। বর্তমানে ভার্জিনিয়া,নিউ ইয়র্ক,টেক্সাস,ইলিনয়,মেরিল্যান্ড,ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রতিষ্ঠানটির শাখা বিস্তারের কাজ চলছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ৬০০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট হুসাম এ কুতুব বলেন,“রিয়েল এস্টেট এজেন্ট মোর্শেদা জামানের মত আমাদের আরও ৭০ জন পরিশ্রমী এজেন্ট রয়েছেন। তাদের কারণে গত দুই বছরে আমাদের প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ১৭১ শতাংশ।”

তিনি আরও বলেন,“মোর্শেদা জামান মাত্র দেড় বছর আগে আমাদের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। কম্যুনিটিতে তার অবাধ বিচরণ, সততা ও নিষ্ঠার সাথে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সবার শীর্ষে উঠতে সক্ষম হয়েছেন।”

মোর্শেদা জামান বলেন,“জাতীয় পর্যায়ে এ সম্মান আমাকে আরও উৎসাহ দেবে। আমি সর্বস্তরের প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও তাদের আন্তরিক সহায়তা প্রত্যাশা করছি।”

একই অনুষ্ঠানে আরও কয়েকজন এজেন্টকে বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাইদ আলম,সোহেল খান,সুরেশ হেনরী,মোস্তাক আহমেদ,সোয়েব বক্ত ও সৈয়দ ওয়াসি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!