সিঙ্গাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখা।

জাহাঙ্গীর বাবু,সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 11:33 AM
Updated : 9 Jan 2017, 10:12 AM

স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরের মোস্তফা প্লাজা সংলগ্ন ডেস্কার রোডের ধানসিঁড়ি রেস্তোরাঁর হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে পাঠচক্রের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি বিল্লাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়। ভিডিও কনফারেন্সে বিশেষ বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আবেদীন, যুবলীগের আহ্বায়ক কে এইচ আলামিন, যুগ্ন আহ্বায়ক বিশ্বজিৎ দাস জয়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুস্তাক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুবহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সাদ্দাম হোসেন ভূঁইয়া ও শেখ তন্ময়।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার। সঙ্গীত পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিঙ্গাপুর শাখা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!